এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা 2024
মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ৮ মার্চ হবে ডেন্টালে ভর্তি
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ৮ মার্চ হবে ডেন্টাj কলেজের ভর্তি পরীক্ষা। এজন্য কোচিংসেন্টারগুলো বন্ধ থাকবে এক মাস আগে থেকেই।
অনলাইনে শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি আবেদন করবেন।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। এছাড়া প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান ও ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেডিকেল কলেজে আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি সরকারি-বেসরকারি মিলিয়ে| সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি।
রবিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ৮ মার্চ থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ ভর্তি পরীক্ষা ৮ মার্চ ২০২৪|