নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার
বুধবার (১০ ডিসেম্বর) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে। শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নতুন মন্ত্রিসভার বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় শপথ অনুষ্ঠিত হবে। সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ।
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। মোট ৪৫জন মন্ত্রী।
৭ জানুয়ারি (রোববার) ২৯৯ আসনের মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ২২২ আসনে নির্বাচিত হয়ে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করে। জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।