হাজারো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে রাখা আমাকে অপরাধবোধের কারণ ও অবিশ্বাস্য লজ্জা দিয়েছে- হ্যারিসন মান

হাজারো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অনাহারে রাখা আমাকে অপরাধবোধের কারণ অবিশ্বাস্য লজ্জা দিয়েছে- হ্যারিসন মান।

গাজায় গণহত্যায় সমর্থন দিয়ে যাওয়ায় মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ।

ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায়  গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা।

পদত্যাগকৃত মানবতাপ্রেমি মানবিক ওই সেনা কর্মকর্তার নাম হ্যারিসন মান। মঙ্গলবার(14/05/2024) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

তিনি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। হ্যারিসন মান তার লিঙ্কডইনে বলেছেন, “গত ছয় মাস ধরে যে নীতিটি আমার মন থেকে কখনও দূরে ছিল না, তা হলো- ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রেরঅকুণ্ঠ সমর্থন’;

হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অনাহারে রেখেছে। হ্যারিসন আরো বলেন, “এটি আমাকে অপরাধবোধের কারণ অবিশ্বাস্য লজ্জা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির আরো অনেকেই পদত্যাগ করেন। যাদের মধ্যে গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত, মার্চ মাসে একই কারণে পদত্যাগ করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার কর্মকর্তা অ্যানেল শেলিন। আগে গত বছরের অক্টোবরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরো কর্মকর্তা জশ পল পদত্যাগ করেন। গেল জানুয়ারিতে পদত্যাগ করেন মার্কিন শিক্ষা বিভাগের কর্মকর্তা তারিক হাবাশ সহ আরো অনেকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী শিশু। আহত মানুষের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, গাজায় ইসরাইলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখন্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

চলমান সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরমক্ষুধা ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।

নবীনতর পূর্বতন