আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে ইসি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)
আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ডিএমপি ও জিএমপি কমিশনারসহ বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
এছাড়া র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
ঢাকা অঞ্চলে মোট ৪১ টি আসনে লড়ছেন ৩০৯ জন প্রার্থী।
পর্যায়ক্রমে সব বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন ইসি।
ফ্যাক্ট দ্বাদশ সংসদ নির্বাচন।