আমি শয়তানও না, ফেরেশতাও না’ আমি মানুষ।
কুষ্টিয়া-২ আসনের ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু বলেছেন, তিনি কখনও চাঁদাবাজি করেননি। যদি কেউ বলতে পারে ইনুকে চাঁদা দিয়েছেন তাহলে রাজনীতিই ছেড়ে দেবেন তিনি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর ঈগল চত্ত্বরে নির্বাচনী পথসভায় তিনি এ কথা।
তিনি বলেছেন, ‘আমি শয়তানও না, ফেরেশতাও না। ফেরেশতা ভুল করে না, শয়তান ভুল করে না। আমি মানুষ, এ দীর্ঘ ১৫ বছর আপনাদের সঙ্গে চলতে ফিরতে,
এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো প্রকার ভুলত্রুটি করে থাকি কিংবা কারও সাথে খারাপ আচরণ করে থাকি তার জন্য হাতজোড় করে মাফ চেয়ে নিচ্ছি।
মিরপুরে কোনো চাঁদাবাজি নেই। এখানে রাস্তা হয়েছে, হাট হয়েছে। ঠিকাদাররা কাজ করেছে। আমি কখনও দলবাজি করেনি, চাঁদাবাজিও করিনি।
তিনি আরো বলেন, একজন ব্যবসায়ী যদি অভিযোগ করে ইনুকে পাঁচ টাকা চাঁদা দিয়েছি তাহলে আর কোনোদিন রাজনীতিই করবো না।