চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চার পণ্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন পবিত্র রমজান মাসে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৯ জানু২৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের তথ্য জানান।

শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাজার মনিটরিং এর সর্বশেষ অবস্থা জেনেছেন তিনি। মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে তা অব্যাহত রাখতে বলেছেন প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী জেনেছেন যে,পবিত্র রমজান মাস ঘিরে দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়ে দাম কমেছে ছোলা, মসুর ডাল মোটরসহ মসলা জাতীয় পণ্যের। তবে দাম বেড়েছে মুগডালের।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের তথ্য কেন্দ্রের মাধ্যমে জানা গেছে, গত মাসে ছোলা আমদানি হয়েছে লাখ ৩৯ হাজার ২২৭ টন। খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ টন।

চলমান পাতা . . . . .

নবীনতর পূর্বতন