তামিমরা ফাইনালে সাকিবদের বিদায়

 তামিমরা ফাইনালে সাকিবদের বিদায়

সাকিবের রংপুরকে বিদায় করে বিপিএলের ফাইনালে তামিমের বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৪৯/, ২০ ওভার (শামীম ৫৯*, নিশাম ২৮, ফুলার /২৫)

ফরচুন বরিশাল: ১৫২/, ১৮. ওভার (মুশফিক ৪৭*, মায়ার্স ২৮, আবু হায়দার /৩৭)

ফল: ফরচুন বরিশাল উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল)

শামীমের দুর্দান্ত ইনিংস ছাপিয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ফরচুন বরিশাল।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উইকেটে জিতলো ফরচুন বরিশাল। হারলো রংপুর রাইডার্সকে। শুক্রবার ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ বিপিএলের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তরুণ ব্যাটসম্যান শামীম আট নম্বরে নেমে ২৪ বলে ৫৯ রানের ইনিংসে দারুন খেলেন দলিয় ২০ ওভারে উইকেট ১৪৯ রান তোলে রংপুরে, মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে বুধবার ২৮ ফেব্রুয়ারি২০২৪।

জাতীয় সংসদ সদস্য সাকিব আল হাসানের রংপুর রাইডার্সসে বিদায় করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের ফাইনালে উঠলো তামিম ইকবালের ফরচুন বরিশাল।

২০২২ সালের পর দ্বিতীয়বারের মত বিপিএলের ফাইনালে উঠলো ফরচুন বরিশাল। এরআগে ২০১২ সালে বরিশাল বার্নার্স ২০১৫ সালে বরিশাল বুলস নামের দল দুটি ফাইনালে উঠেছিলো।

মাত্র ২০ বলে টি-টোয়েন্টি পঞ্চম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন  শামীম (২২ বলে শামীম ৫৮) এবারের বিপিএলের দ্রুততম হাফ-সেঞ্চুরিতে নিজ দলের সাকিবকে স্পর্শ করেন তিনি।  এর আগে  এবারের আসরে খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন সাকিব।

আগামী পহেলা মার্চ২০২৪ টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

বিপিএল রেকর্ড ৪টি ক্যাচ নেওয়ার পর ব্যাট হাতে এই ইনিংস খেলে ম্যাচের সেরা মুশফিক। ৬টি চার ১টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৪৭ রান করেন মুশফিক।

৭৭ রানে ৭ম উইকেট পতনের পর রংপুরের শামীমের ২৪ বলে ৫৯ রানের অসাধারণ ইনিংসটি শেষ পর্যন্ত বৃথাই গেল।

টস জিতে বোলিংয়ে নামেই বরিশাল ম্যাচের দ্বিতীয় ওভারেই দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শুরু থেকেই চেপে রাখেন রংপুরকে। রংপুরের স্কোর এক পর্যায়ে একশ হওয়া নিয়েই ছিল টানাটাননি। ১৫ ওভার শেষে রান ছিল উইকেটে ৮৩।

                                         to continue ...................

নবীনতর পূর্বতন