বিপিএলের ফাইনালে বরিশাল প্রথম চ্যাম্পিয়ন, কুমিল্লার পঞ্চম

বিপিএলের ফাইনালে বরিশাল প্রথম চ্যাম্পিয়ন, কুমিল্লার পঞ্চম

চ্যাম্পিয়ন হতে চায় বরিশাল, কুমিল্লাও জানে টোটকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঘরোয়া লীগের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের দশম আসরের জমজমাট ফাইনাল আজ।

এভারও শিরোপা লাভের জন্য লড়বে টানা দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তিন আসরের ফাইনালিষ্ট ফরচুন বরিশাল।

বাংলাদেশে রাজধানী শহর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে জমকালো ফাইনাল ম্যাচটি আজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে ছয়বার টুর্নামেন্টে অংশ নিয়ে চারবার ফাইনালে খেলে সবগুলোতেই জয় পেয়েছে।

এ ম্যাচ জিতে বরিশাল প্রথমবার শিরোপা ঘরে তুলবে, নাকি পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।

এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স-এর পঞ্চম শিরোপার পাশাপাশি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশন। অষ্টম আসর ২০২২ সালে ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে এবং নবম আসর ২০২৩-এ ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিসিবির পক্ষ থেকে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে ফটোসেশনের দিন-ক্ষণ ঠিক করলে ফাইনালিস্ট দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত হননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাসের পরিবর্তে ফটোশুটে আসেন জাকের আলী অনিক এবং ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ।

মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক দু’জনেই ফটোসেশন শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ”কুমিল্লা বড় ম্যাচ খেলে অভ্যস্ত। ফাইনালে বার ও ব্যতিক্রম হবে না।” বলছিলেন -কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জাকের আলী অনিক।

তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল ফরচুনের শিরোপা জেতার সুযোগ সর্বাধিক। আবার ৪ বার (২০১৫, ২০১৯, ২০২২ ও ২০২৩) শিরোপা জেতা কুমিল্লার সঙ্গে ফাইনালে জেতা ও কঠিন।  ফাইনালে উঠে কখনোই হারেনি কুমিল্লা।

এবার টানা তৃতীয়বার হ্যাটট্রিক ফাইনাল খেলবে কুমিল্লা। তবে শেষ হাসিটা কে হাসে তার জন্য খেলা শেষ হওয়া র্পযন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

 
নবীনতর পূর্বতন