পবিত্র রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা

 পবিত্র রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘাতের কারণে এ বছরের পরিস্থিতি খানিকটা ভিন্ন। পবিত্র রমজান মাসে প্রতি বছরের ন্যায় এই বছর ও আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে লাখো মুসল্লি।

আগামী ১০ বা ১১ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ।

গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মানবিক বিরতি ঘোষিত হয়েছিল গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায়। ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কারাগারে বন্দি ১৫০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলও।

এখনও ১৩২ জন জিম্মি রয়েছেন হামাসের কাছে। তাদের ছাড়িয়ে আনতে গাজায় রমজান মাস শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ৪০ দিনের যুদ্ধবিরতি হওয়ার কথা রয়েছে।

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন, মঙ্গলবার তা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। খবর এএফপি'র

সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, এটাও বলা হয়।

এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, ‘ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছর গুলোর মতে এ বছরও এই মাসের পবিত্রতা অক্ষুন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েল। ’

গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে । জিম্মি করে আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।

ইসরায়েল সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও।

এতে নারী, শিশু, কিশোর-কিশোরী এবং বেসামরিক লোকজনসহ এ পর্যন্ত নিহত হয়েছেন ৩০ হাজার ৫৩৪ জন, আহত হয়েছেন আরও ৭১ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি।

নবীনতর পূর্বতন