রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে । ফলে মঙ্গলবার (১২ মার্চ, ২০২৪) পবিত্র রমজান মাস শুরু, আলহামদুলিল্লাহ। ঢাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখতে পেয়েছেন অনেক মুসল্লি।

পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। সংযমের ও সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলমানরা।

 

নবীনতর পূর্বতন