ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তি
তাপপ্রবাহের অস্বস্তির মধ্যে গেল সোমবার চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় মৌসুমের ভারী মুষলধারে বৃষ্টিপাত এবং কালবৈশাখীর তান্ডব। এতে পরিবেশ শীতল হলেও দেখা দেয় হরেকরকম ভোগান্তির বিপত্তি। টানা বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যে তলিয়ে যায় রাস্তাঘাট। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
দিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরা মানুষদের ভোগান্তি চরমে পৌঁছায়। ঝড়ো হাওয়ায় রাস্তার ওপর ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।
চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে দুর্দশার চিত্র নিয়ে প্র্র্রথম আলোর এই ছবির গল্প।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চট্টগ্রামে গেল সোমবার ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বোচ্চ।
সোমবার (৬ মে) বিকেল ৩টা থেকে চট্টগ্রামে কালবৈশাখী, দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয় ।
ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর ইপিজেড, সল্টগোলা, বন্দর, নিমতলা, বারিক বিল্ডিং আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, আগ্রাবাদ, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, নতুন ব্রিজ, কাপাসগোলা, চকবাজার, পাঁচলাইশ, ফিরিঙ্গিবাজার, কোতোয়ালি, চাক্তাই, বাকলিয়া, সদরঘাট, পতেঙ্গা, হালিশহরের সব এলাকার সড়ক ৪ থেকে ৫ ফুট পানির নিচে ডুবে গেছে।