মুমিনুলের ব্যাটে ‘দুর্লভ’সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করলেন মুমিনুল হক।
কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। মুমিনুল অপরাজিত থেকে গেছেন ১০৭ রানে। মুমিনুল হকের ব্যাটে ‘দুর্লভ’ সেঞ্চুরি।
টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি, ভারতের বিপক্ষে প্রথম। প্রথমটি করেছিলেন ২০২১ সালের এপ্রিলে, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিমের—১১টি।
শুক্রবার(২৭ সেপ্টেম্বর, ২০২৪) শুরু হওয়া কানপুর টেস্টের বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিনটায় ৪০ রান করেছিলেন মুমিনুল। ১৭২ বলে বাউন্ডারি ১৬টি, একটি ছক্কা।
কানপুরে ১০ বছর পর টেস্ট সেঞ্চুরি পেলেন কোনো সফরকারী দলের ব্যাটসম্যান। ২০০৪ সালে সর্বশেষ যা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল।
বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার মুমিনুল হক সৌরভের জন্মদিন। ১৯৯১ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনের ঠিক একদিন পরই টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার মুমিনুলের ২০১৩ সালের মার্চে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়।
দলকে টেনে নেওয়ার মতো সঙ্গী পেলেন না মুমিনুল হক। ওয়ানডাউনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেলেন এই বাঁহাতি ব্যাটার। অন্য প্রান্ত থেকে একে একে বিদায় নিতে দেখলেন ৯ সতীর্থকে।