শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই, আবারও চ্যাম্পিয়ন বরিশাল ।
শেষ ওভারে এক রুদ্ধশ্বাস মুহূর্তে ক্রিকেট মাঠ উত্তাল হয়ে ওঠে। বরিশালকে জিততে শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। বোলারের ডেলিভারি আসতেই ব্যাটসম্যান দুর্দান্ত শট খেলে তা সীমানার বাইরে পাঠিয়ে দেয়। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বরিশাল ঘোষণা করে নিজেদের আবারও চ্যাম্পিয়ন। উল্লাসে মাতিয়ে ওঠে পুরো টিম এবং দর্শকরা। এক কথায়, এটি ছিল এক অবিস্মরণীয় লড়াই, যা দীর্ঘদিন মনে থাকবে।
চিটাগং কিংসকে হারিয়ে বিপিএলের মুকুট আবারো ফরচুন বরিশালের। আবারও লঞ্চে বিপিএলের কাপ তুললো বরিশাল।
চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল ।
রোমাঞ্চে ঠাসা ২০২৫ ফাইনালে এক যুগ পর বিপিএলে ফিরে নিশ্বাস দূরত্বে গিয়েও সোনালী শিরোপা ছুঁয়ে দেখা হলো না চিটাগংয়ের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে (ঢাকা, বাংলাদেশ) বিপিএলের একাদশ আসরের ফাইনাল ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আজ ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ইতিহাসের সাক্ষী হিসাবে ১১তম বিপিএলের পর্দা নামলো।
More news:
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বরিশালের অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। তবে ওপর প্রান্তে তাওহীদ হৃদয় ছিলেন একটু সাবধানী। পাওয়ারপ্লেতে দুজনে মিলে ৫৭ রান তুলে দারুণ শুরু এনে দেন নিজেদের ফেভারিট বরিশালকে।
নবম ওভারে প্রথম উইকেট হারায় বরিশাল। একই ওভারে তামিম ইকবাল এবং ডেভিড মালানকে ফিরিয়ে শরিফুল ইসলাম একাই ম্যাচ ঘুরিয়ে দেন। ততক্ষণে ১ ছক্কা ও ৯ চারে ২৯ বলে ৫৪ রান করেছেন তামিম।
দ্রুত ৩ উইকেট হারালেও বরিশালের ছন্দপতনে মিডল অর্ডারে হাল ধরেন কাইল মায়ার্স। ৩ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার দলকে জয়ের পথ ধরে রাখেন। তবে ১৮তম ওভারে ২ উইকেট নিয়ে আবারও বরিশালকে বিপদে ফেলেন শরিফুল।
চাপের মুহূর্তে হাল ধরতে পারেননি অভিজ্ঞ নবিও। রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের অসাধারণ ইনিংসে জয় নিশ্চিত করে বরিশাল।